বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ মো.হাবিবুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা বাস কাউন্টারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো.হাবিবুর রহমান লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের জুলফিকার মন্ডলের ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা বাস কাউন্টারের পাশ থেকে তাকে নিষিদ্ধ অবৈধ ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।